ধরণীর অঙ্গে আজও
রক্তের গাঢ় দাগ,
বিবর্তনের স্রোতে
হতে পারেনি ক্ষয়।
এখনও বুলেটের শব্দ
কাঁটাতারের দেশে,
এখনও কফিন বন্দী দেহ
আত্মগৌরবে আসে ঘরে।
নিরন্ন প্রাণ মন্বন্তরের দেশে
আজও ঘুরে মরে,
ক্ষতবিক্ষত নারীর দেহ এখনও
পরে থাকে সভ্যতার প্রান্তরে।
স্বাধীনতার আলো অন্ধকারে
স্বার্থের খোলসে,
কত জীবন নিমজ্জিত।
উড্ডীন পতাকাতে স্বাধীনতার …
উল্লাসে, ভারতবাসীর বক্ষে
হে শহীদ অমর বীরত্ব রূপে আছো।