ডাক

শাব্দিক প্রতিবেদন
5 রেটিং
646 পাঠক
রেটিং দিন
[মোট : 1 , গড়ে : 5]

পাঠকদের পছন্দ

ডাক

আর্য প্রবীর

যদি যেতে হয় যাও
খুলে রেখে যাও বাঁধন ,
মায়ার কিংবা পাওয়ার ।।

ওপারের ডাক দিগন্ত প্রসারী
তুমি যতো মায়াবী
সে ডাক ততো সুদর প্রসারী।
তবু যেতে হবে
থাকে থাক পরে , মাঠে ভরা ধান
সুরে ভরা গান ।
যতোটা খেলা হয়েছে সাঙ্গ , থাক সেথা
তবুও বইবে বাতাসে , করতালি দেবে হরষে ।
পালা-গান শেষ হবে , শেষ কোনো প্রহরে ।
ঝড়ে যাবে হলুদ , ভরবে সবুজে কুড়িতে ।
শুধু পড়ে থাকে কিছু আঁক,
ফেলে যাওয়া পথের বাঁক ।।

মনে থাকে কিছুক্ষন , —– অবয়ব ।
পরে থাকে ধুসর গোধুলী ,
দেওয়ালের পেড়েকে অথবা আ্যলবামে ।
ফিরে যেতে হবেই সবে
পরিযায়ী পালকের দলে ।।

যদি জানা যেত — আগামী কেমন
ভোলা যেত মায়া , কিছু পিছুটান ।

যদি জানা যেত — আগামী আকার
রাখা যেত ছিঁড়ে , কিছু প্রকার ।

যদি জানা যেত — আগামী বিচার
তবে মানা যেত , কিছু আচার ।

মায়ার বাঁধন ছিঁড়ে , মায়াবী পথে
বসে থাকা চাতক পাখি
‌ আজ না হয় কাল ।।।।।।।।।।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

রেটিং ও কমেন্টস জন্য

নতুন প্রকাশিত

হোম
শ্রেণী
লিখুন
প্রোফাইল