আকাশের দেশ কি ???
—- নীল।
বাতাস ???
—– রাষ্ট্রহীন !
প্রেম ???
—– উদাসীন !
পাখি ????
—– ওড়া সারাদিন।
রাষ্ট্র ???
অর্থহীন !
মেঘ ???
—– বৃষ্টি রিমঝিম।
রাষ্ট্র ???
—- বুঝে নিন!
জ্যোৎস্না ???
—- মেখে নিন।
রাষ্ট্র ???
—– আঃ খুঁজে নিন !
রোদ্দুর ???
—- আসতে দিন !
রাষ্ট্র ???
—- বাজে প্রশ্ন বাদ দিন !
ওদের কি বেড়া আছে ???
ওইখানে আসেনা ভেড়া, ছাগল……….. ??
—– উন্মাদ প্রশ্ন! মুক্তি দিন।
** ** **** ****
বদ্ধ উন্মাদ, ঘুরছে সারাদিন,
হাঁকছে আগে সূর্যের বুকে বেড়া দিন, বেড়া দিন!!!! ওরা স্বাধীন,,,, ওরা স্বাধীন !!!!