স্বাধীনতা

পদ্মা বিশ্বাস
5 রেটিং
769 পাঠক
রেটিং দিন
[মোট : 1 , গড়ে : 5]

পাঠকদের পছন্দ

তোমাকে পেতে হে স্বাধীনতা
মোরা যুদ্ধ করেছি রাত-দিন,
রক্তে কত ভেসেছে দেখো
বীর জওয়ান সব হয়েছে শহীদ।

তোমায় পেতে হে স্বাধীনতা
হয়েছে কত মায়ের বুক খালি,
হিন্দু-মুসলিম মায়েরা তবু
হাতে ধরেছে বরণডালি।

15 ই আগস্ট পতাকা হাতে
মোরা “জনগণমন ” গাইছি গীত,
সামনে পতাকার স্যালুট জানিয়ে
গর্বে গাইছি জয়ের গীত।

আজ আমাদের স্বাধীন এ দেশ
স্বাধীন আমি স্বাধীন তুমি।
ইংরেজ সব হার মেনেছে
বহু সৈনিক হয়েছে শহীদ।
তবু মোরা আজ হয়েছি স্বাধীন
স্বাধীন হয়েছে জন্মভূমি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

রেটিং ও কমেন্টস জন্য

  • DEBKANTA PRAMANICK August 15, 2020 at 11:33 pm

    খুব সুন্দর👌👌👌

  • নতুন প্রকাশিত

    হোম
    শ্রেণী
    লিখুন
    প্রোফাইল