সূর্যের বুকে বেড়া দিন

প্রদীপ চন্দ
5 রেটিং
655 পাঠক
রেটিং দিন
[মোট : 1 , গড়ে : 5]

পাঠকদের পছন্দ

আকাশের দেশ কি ???  
—-  নীল।
বাতাস ???              
—– রাষ্ট্রহীন !
প্রেম ???                 
—–  উদাসীন !
পাখি ????      
—–  ওড়া সারাদিন।
রাষ্ট্র  ???                    
অর্থহীন !
মেঘ ???      
—–  বৃষ্টি রিমঝিম।
রাষ্ট্র ???                   
—-  বুঝে নিন!
জ্যোৎস্না ???            
—-  মেখে নিন।
রাষ্ট্র  ???          
—–  আঃ খুঁজে নিন !
রোদ্দুর ???          
—-  আসতে দিন !
রাষ্ট্র ???    
—-  বাজে প্রশ্ন বাদ দিন !

ওদের কি বেড়া আছে  ???
ওইখানে আসেনা ভেড়া, ছাগল………..  ??
—–  উন্মাদ প্রশ্ন!  মুক্তি দিন।

      ** **       ****     ****
বদ্ধ উন্মাদ, ঘুরছে সারাদিন,
হাঁকছে  আগে সূর্যের বুকে বেড়া দিন, বেড়া দিন!!!! ওরা স্বাধীন,,,, ওরা স্বাধীন !!!!

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

রেটিং ও কমেন্টস জন্য

নতুন প্রকাশিত

হোম
শ্রেণী
লিখুন
প্রোফাইল