ভেজা বৃষ্টি

অভীকা পাল
0 রেটিং
931 পাঠক
রেটিং দিন
[মোট : 0 , গড়ে : 0]

পাঠকদের পছন্দ

চোখ বন্ধ করে কোনদিন বৃষ্টিতে ভিজেছো?
ভেজোনি তো!
আমি ভিজেছি।
রঙিন ফুলের বিছানায় বৃষ্টিরা যখন গল্প করে,
ঝমঝম শব্দে ভরে যায় তাদের উপস্থিতি,
ঠিক তখনি, আমি চোখের পাতায় তাদের আদর খাই-
শ্রান্ত গাছের পাতাগুলো যখন স্নাত যৌবন ফিরে পায়,
খুঁজতে যায় তাদের আগন্তুক প্রেমের হাসি!
ঠিক তখনি আমি বৃষ্টিতে ভিজি।
রাত্রের স্নিগ্ধ,মদিরার ন্যায় চাঞ্চল্যকর ফুলের সুবাস-
যখন সারা মনে আতর ছড়ায়,
শরীরে শিহরণ শিহরণে ধাক্কা খায়,
উঠে আসে প্রেমের অবান্তর উপস্থিতি!
আমি, ঠিক তখনি বৃষ্টিতে ভিজি।
ভিজে যাই এ মরু-প্রান্তরে, ভিজে যাই এ গহন হৃদয়ে-
সিক্ত হই কোমল বারিধারায়, স্নাত উদ্দীপ্ত শীতলতায়-
ঠিক তখনি, আমি, বৃষ্টিতে ভিজি।
আমি, ঠিক তখনি বৃষ্টিতে ভিজি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

রেটিং ও কমেন্টস জন্য

নতুন প্রকাশিত

হোম
শ্রেণী
লিখুন
প্রোফাইল