তোমাকে পেতে হে স্বাধীনতা
মোরা যুদ্ধ করেছি রাত-দিন,
রক্তে কত ভেসেছে দেখো
বীর জওয়ান সব হয়েছে শহীদ।
তোমায় পেতে হে স্বাধীনতা
হয়েছে কত মায়ের বুক খালি,
হিন্দু-মুসলিম মায়েরা তবু
হাতে ধরেছে বরণডালি।
15 ই আগস্ট পতাকা হাতে
মোরা “জনগণমন ” গাইছি গীত,
সামনে পতাকার স্যালুট জানিয়ে
গর্বে গাইছি জয়ের গীত।
আজ আমাদের স্বাধীন এ দেশ
স্বাধীন আমি স্বাধীন তুমি।
ইংরেজ সব হার মেনেছে
বহু সৈনিক হয়েছে শহীদ।
তবু মোরা আজ হয়েছি স্বাধীন
স্বাধীন হয়েছে জন্মভূমি।
খুব সুন্দর👌👌👌