নরক কত দূরে

ইব্রাহিম সেখ
5 রেটিং
675 পাঠক
রেটিং দিন
[মোট : 1 , গড়ে : 5]

পাঠকদের পছন্দ

নরকের তলদেশে বিভৎস্য নরকপাল
কণ্ঠদেশে ধারণ করেছে নরকঙ্কাল,
আরো কতো যোজনের সিঁড়ি বেয়ে নামবে?
চিবিয়ে খাবে, পাপের অবশিষ্ট জঞ্জাল!
শোণিত ধারায় ভাসছে যুদ্ধের রণতরী
হাড়-মাংস পিষে সিন্দুকে নেবে ভরি!
ঐশ্বর্যের অট্টহাসিতে ভিতু রবে মহাকাল?
ভাঙবেনা কভু স্বপ্নের অট্টালিকা
অহমিকার ফানুশে বিকায় নকল সিক্কা,
সাধু আর শয়তানে বাঁধে কি সুখের ঘর–
অর্থ ছাড়া আত্মীয় স্বজন সকলি পর,
সভ্যতার রন্ধ্রে রন্ধ্রে স্বার্থের গড্ডলিকা।
কানুনে কীটের দংশন ঘটছে অবিরত
একমুঠো ভাতের আশায় হাত তালি শত-শত
মেরুদণ্ডহীন বিবেক বয়ে যাবে কতকাল?
নরকের রসদ জমা করে মিথ্যে স্বর্গ খুঁজা
বেবতার নয়,এখন অর্থের চলছে পুজা,
সম্পদ মোহে কিনছে নরকের পাতাল।
পিঁপড়ের সারি বোঝা নিয়ে হেঁটে চলছে
তাদের ধনরাশি কুবেরের ঘরে জমছে–
নিঃস্বের জীবন নরকের জলন্ত অরণি!
চৌদিকে মানুষের বিকলাঙ্গ ছায়া রূপ
জান্নাতের আশায় কঙ্কাল রইবে কী নিশ্চুপ?
আরো কত নীচে নামলে, নরক দেখবে ধরণী!

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

রেটিং ও কমেন্টস জন্য

নতুন প্রকাশিত

হোম
শ্রেণী
লিখুন
প্রোফাইল