ছন্ন-ভাবনা

নবনীতা
5 রেটিং
1451 পাঠক
রেটিং দিন
[মোট : 3 , গড়ে : 5]

পাঠকদের পছন্দ

কেউ কখনোই
আপন হয় না —
এ’ কথা অবিসংবাদী জেনেও
দু’হাত হাত বাড়াই
আকাশ পানে,
খানিক যেন
প্রবৃত্তিরই নিয়ম মেনে;

অতঃপর নিজেরই ভুলে
নিজেই হেসে উঠি
পরক্ষণেই;

অবাক হয়ে দেখি,
ফিরিয়ে আনা
হাতের মুঠোয় উপচে পড়ছে
আকাশচোঁয়ানো অপার্থিব আলো;

বুঝি, এ’ যে তোমারই ইঙ্গিত,
সীমার বাঁধন ছাড়িয়ে যেন
অসীমে ভাসার
পরম আমন্ত্রণ!!
-নবনীতা

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

রেটিং ও কমেন্টস জন্য

নতুন প্রকাশিত

হোম
শ্রেণী
লিখুন
প্রোফাইল