জন্মভূমি

ডঃ রমলা মুখার্জী
0 রেটিং
689 পাঠক
রেটিং দিন
[মোট : 0 , গড়ে : 0]

পাঠকদের পছন্দ

শত শহীদের সংগ্রাম আর রক্তের বিনিময়ে –
স্বাধীনতার সূর্য উদয় ভারতের মৃন্ময়ে।
বড়লাটকে মারতে গিয়ে কিশোর ক্ষুদিরাম-
ফাঁসির মঞ্চে লিখে দিলেন জন্মভূমির নাম।
বীর নেতাজী আজাদ হিন্দ্ ফৌজ করে নির্মাণ,
জন্মভুমির কল্যাণে শেষে অজানা অন্তর্ধান!
আজ্ঞাত সেই রহস্যের হয় নি তো সমাধান –
দেশবাসী তবু ভুলবে না কভু অমর অবদান।
ভগৎ সিং অরবিন্দ বিনয় বাদল দীনেশ,
দেশের জন্য হাজার বীরের জীবন নিঃশেষ।
গুলি-বিদ্ধা মহিয়সীর জীবন বলীদান-
বীরাঙ্গনা মাতঙ্গিনীর অমূল্য সে প্রাণ।
সহস্র শহীদের তাজা রক্ত গোলাপে আঁকা-
ভারতের আকাশে উড়ল তেরঙ্গা পতাকা।
জাগো দেশবাসী গাও সবে আসি,
“জয় ভারতবর্ষ “-
ত্যাগ-সততা-তারুণ্যে বাড়ুক মাতার উৎকর্ষ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

রেটিং ও কমেন্টস জন্য

নতুন প্রকাশিত

হোম
শ্রেণী
লিখুন
প্রোফাইল