কে বলতে পার, কোনপথে এলো স্বাধীনতা?
মনের অগাধ বিশ্বাস, আন্দোলনের ইতিহাস।
বারুদের গন্ধে আকাশ ভরে পিছু ছুটে হীনতা।
শহীদের আর্ত সুরে কেঁপে উঠে আকাশ বাতাস ।
শুনি শুধু একই মন্ত্র “বন্দে মাতরম” সমগ্র পরিবেশ বুঝিয়ে বলে,”স্বাধীনতা শুধু কেঁদে”
রেটিং ও কমেন্টস জন্য
Name
Email
খুব সুন্দর
খুব সুন্দর