শাব্দিক শারদীয়া সংখ্যা 2021 লেখা আহ্বান

শাব্দিক প্রতিবেদন
5 রেটিং
1626 পাঠক
রেটিং দিন
[মোট : 1 , গড়ে : 5]

পাঠকদের পছন্দ

শাব্দিক শারদীয়া সংখ্যা 2021 লেখা আহ্বান

বিভাগ: প্রবন্ধ , সমাজ ও শিল্প কলা

বিষয়:

● শাসনের অধিকারে
● রানী রামপাল ও তার দশ হাত : হকি টিম
●সিন্ধু : ভারতের নতুন এক সভ্যতার উত্থান
●আছে দুঃখ আছে মৃত্যু : ছোট্ট রবির কবিগুরু হয়ে ওঠা
●বাংলার কিছু আঞ্চলিক উৎসব ও তাদের অদ্ভুত রীতি নীতি
●বাংলার ভয়ঙ্কর ডাকাত ও তাদের ভয়াবহতা
●বাংলার বিভিন্ন মিষ্টি ও তাদের ইতিহাস
●বাংলার ভ্লগার : লক্ষ ফলোওর
●আদিবাসী সমাজে দুর্গাপূজা
●সিনেমার বিনির্মাণঃ ওয়েবসিরিজ
●জিডিপি বনাম হ্যাপিনেস ইন্ডেক্স
●বাংলার লোক সঙ্গীত
●বাংলার লোকনৃত্য
●ভারতের প্রাচীন শৈলীর চিত্র
●পরিবেশ আন্দোলন ও ভারত
●পরিবেশ ও মানবধিকার
●Schrödinger equation, parallel universe and MCA world

শব্দসীমা: অনূর্ধ্ব ৫০০০ শব্দ
মেলের সাবজেক্ট লাইনে লিখে আপনার বিভাগটি (‘প্রবন্ধ’ অথবা ‘সমাজ ও শিল্পকলা’) লিখে দেবেন।

বিভাগ: কবিতা(অণুকবিতা, পূনাঙ্গ কবিতা)

শ্রেণী-ছান্দিক,গদ্যকবিতা,
বিষয়-
১.যে কোন হতে পারে। অবশ্যই পত্রিকায় ভাষাগত,মান গত দিকের গুরুত্ব অগ্ৰাধিকার পাবে।
(তবে উত্তর- আধুনিক কবিতা,করোনা সম্পর্কিত, রবীন্দ্রজয়ন্তী, স্বাধীনতা দিবস ইত্যাদি এবং বিতর্কিত কোন বিষয় বর্জনীয়)
২.কবিতা অবশ্যই অপ্রকাশিত এবং মৌলিক হতে হবে।
৩.অণুকবিতা-৬ লাইন, পূর্ণাঙ্গ কবিতা-২৪ লাইন।

বিভাগ: ভৌতিক ও কেন্দ্রীয় চরিত্র ভিত্তিক ছোটগল্প

(কেন্দ্রীয় চরিত্র ভিত্তিক ছোটগল্পে বিষয়সীমা নেই। লেখক চাইলে রহস্য, হাস্যকৌতুক, মজলিশি ইত্যাদি যে কোনো ধরণের লেখা লিখতে পারেন।)

শব্দসীমা: অনূর্ধ্ব ৫০০০ শব্দ

লেখা পাঠানোর সময় মেলের সাবজেক্ট লাইনে লিখে আপনার বিভাগটি (‘ভৌতিক’ অথবা ‘কেন্দ্রীয় চরিত্র ভিত্তিক’) লিখে দেবেন।

শাব্দিক শারদীয়া সংখ্যার ‘ ভ্রমণ বিভাগ ‘ -এ লেখার বিষয়বস্তু-

ক) চিত্র চয়ন ও শব্দ বন্ধনে দেশ বিদেশের মানস ভ্রমণ।
খ) ভ্রমণের বিশেষ কোন অভিজ্ঞতা (অনুভূতি, আনন্দের, দুঃখের বা কোন ভয়ংকর ঘটনার)
গ) দুই চাকায় ভ্রমণ বা কোন একাকী ভ্রমণ |
ঘ) নতুন আঙ্গিকে ভ্রমণ।
    বিষয় :
    a) বন্য প্রাণ বা পাখি,তাদের আন্ত:সম্পর্কে পরিবেশগত প্রভাব |
    b) বিস্মৃত অবহেলিত ঐতিহাসিক স্থান।
    c)কোন অঞ্চলের হারিয়ে যাওয়া জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি,উৎসব ও তাদের জীবনযাত্রা। ( উদাহরণ স্বরূপ টোটো / রাভা জনবসতি)

শব্দসীমা :  ৬০০ থেকে ১০০০ শব্দের মধ্যে রাখতে হবে।

বিভাগ: ‘ কিশোর ও খেলাধুলা ‘
লেখার বিষয়বস্তু-
কিশোর বিভাগ-
গল্প লেখার বিষয়- (শব্দসীমা – অনধিক ৭০০ , অনধিক ১২০০)
                   ক) রহস্য গল্প
                    খ) ভূতের গল্প
                    গ) হাসির/মজার গল্প
                    ঘ) পূজাকেন্দ্রিক সামাজিক গল্প

কবিতা- ছড়া এবং ছোট কবিতা ( অনধিক ৮ থেকে ১২ লাইন)

খেলাধুলা বিভাগ –
         ক)প্রবন্ধ ( বিষয়- অলিম্পিক)
         খ)নাম -” জানা-অজানা” – ১৫ টি কুইজ ( ২০২১ এর কারেন্ট অ্যাফেয়ার্স- এর উপর)
         গ)নাম- “হাস্য কৌতুক” – ১৫ টি জোকস
         ঘ)নাম – “আঁকি-বুকি” – ছবি আঁকার প্রতিযোগিতা (বয়স সীমা-১০ থেকে ১৬)(থিম- দুর্গাপূজা)

বিভাগ: দুর্গা দুর্গতির গতি

নিয়ম:
১. লেখাটি দুর্গাপূজা সমন্ধিত অথবা দেবী দুর্গা কেন্দ্রিক হতে হবে।

২. দেবীকেন্দ্রিক পৌরাণিক ব্যাখ্যা থাকতে পারে।

শব্দসীমাঃ- সর্বাধিক ৮০০ শব্দের মধ্যে লিখতে হবে।

বিভাগ : গল্প, ছোট গল্প ও উপন্যাস বা নভেলা

গল্প বা উপন্যাস যে কোন বিষয়ভিত্তিক হতে পারে, তবে কুরুচিকর বিষয় বা শব্দের আধিক্য থাকলে সেই লেখা অবশ্যই বর্জন করা হবে।
শব্দসীমা –
বিভাগ -কঃ অনধিক ৫০০ শব্দ,
বিভাগ-খঃ অনধিক ১২০০ শব্দ,
বিভাগ গঃ অনধিক ২০০০ শব্দ
বিভাগ ঘঃ ৩০০০শব্দ (শব্দ সংখ্যা সামান্য কম বা বেশী হলে তাতে সমস্যা নেই)

নির্বাচনী বিধিমালা:
★লেখা নির্বাচনের প্রথম শর্ত : লেখার গুণমান
★লেখা নির্বাচনের দ্বিতীয় শর্ত : লেখার মৌলিকত্ব। কোনো প্রকার অনুবাদ বা ছায়া অবলম্বনে রচনা গ্রহণযোগ্য নয়।
★লেখা নির্বাচনের তৃতীয় শর্ত : লেখার শিরোনাম সংক্ষিপ্ত ও আকর্ষণীয় হতে হবে।
★ লেখা নির্বাচনের চতুর্থ শর্ত : তথ্যসূত্র থাকতে হবে (উইকিপিডিয়া বা ফেসবুকের তথ্যসূত্র দেওয়া যাবে না)
★লেখা নির্বাচনের পঞ্চম শর্ত:  লেখার শুরুতে #শাব্দিক_ শারদীয়া_ সংখ্যা_ ১৪২৮ এবং বিভাগের নাম উল্লেখ করতে হবে |

◆◆লেখকদের লেখার সাথে যে যে জিনিস গুলো অবশ্যই দিতে হবে :-
    a. নিজের পুরো নাম
    b. Whatsapp নম্বর, না থাকলে ফোন নম্বর
    c. নিজের ছবি
    d. সংক্ষিপ্ত ঠিকানা
    e. ইমেইল আইডি
    f. লেখক পরিচিতি
(উক্ত বিষয় গুলো ইমেইলের সাথে লেখার শেষে নীচে লিখে দিতে হবে)*
পরিশেষে,
■লেখা মনোনীত হলে, প্রকাশের আগেই জানানো হবে।
■লেখা নির্বাচিত হওয়ার পর লেখায় প্রয়োজন অনুসারে বিচারক ও সম্পাদকমণ্ডলী লেখাটির পরিমার্জন, পরিবর্তন ও পরিবর্ধন করবেন (লেখকের অনুমতি নিয়ে)
■অমনোনীত লেখা ফেরত দেওয়া হবে না,তা পরবর্তী রবিবাসরীয়তে সময় সুযোগ মতন প্রকাশ পেতে পারে।
■লেখা পাঠানোর পরে সেই লেখা পুজোসংখ্যা প্রকাশের আগে অবধি অন্য কোথাও দেওয়া যাবে না।যদি  অমনোনীত লেখা অন্যত্র দিতে চান,তবে শাব্দিকের অনুমতি নিতে হবে।                             
■ শুধুমাত্র কম্পিউটারে বাংলাহরফে টাইপ করা লেখাই গ্রহণযোগ্য। যদি টাইপ করার কোনও অসুবিধা থাকে তবে আমাদের তা আগাম  লিখে জানাতে হবে।

লেখা জমা দেওয়ার প্রদত্ত ইমেইল – saabdikpotrika@gmail.com

এছাড়া বিভাগ পরিচালন মন্ডলীকে হোয়াটসয়াপ করতে পারেন
হোয়াটসঅ্যাপ –
নিলয় সরকার-( 98363 04396)

প্রবন্ধ বিভাগ –
অভীপ্সা চক্রবর্ত্তী – (8017990456)
শ্রীতমা দেবনাথ – (8001054351)
তমালি সুর – (90738 58826)

গল্প, ছোট গল্প ও উপন্যাস বা নভেলা বিভাগ :
শ্রীতমা দেবনাথ – (8001054351)
প্রত্যূষ রায় – (98749 38317)
অভীপ্সা চক্রবর্ত্তী – (8017990456)

দুর্গা দুর্গতির গতি বিভাগ –
অভিজিৎ দে -(8336999901)

শিশু ও কিশোর সাহিত্য বিভাগ –
কাজরী চৌধুরী – kchoudhury.saabdik@gmail.com
Whatsapp নং-8240449731

কবিতা বিভাগ
শ্রীতমা দেবনাথ – (8001054351)

ভৌতিক ও কেন্দ্রীয় চরিত্র ভিত্তিক ছোটগল্প বিভাগ :
দীপ্তজিৎ মিশ্র – (98748 04975)

ভ্রমণ বিভাগ –
kchoudhury.saabdik@gmail.com
Whatsapp নং-8240449731

খেলাধুলা বিভাগ –
kchoudhury.saabdik@gmail.com
Whatsapp নং-8240449731
প্রজ্জ্বল বন্দ্যোপাধ্যায় – (75958 82721)

★★লেখা জমা দেওয়ার শেষ তারিখ: ৮/৯/২১ – ১৫/৯/২১ এর মধ্যে। ★★

বিঃ দ্রঃ – বিশ্বের সমস্ত সৃষ্টি পড়ে শেষ করা কখনওই সম্ভব নয়। তাই লেখক/লেখিকা যদি কোনো সৃষ্টিকে নকল করেন তার দায়ভার সম্পাদকমণ্ডলীর নয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

রেটিং ও কমেন্টস জন্য

নতুন প্রকাশিত

হোম
শ্রেণী
লিখুন
প্রোফাইল