শাব্দিক শিক্ষক সম্মাননা

শাব্দিক প্রতিবেদন
0 রেটিং
934 পাঠক
রেটিং দিন
[মোট : 0 , গড়ে : 0]

পাঠকদের পছন্দ

ইভেন্ট এর নাম — শাব্দিক শিক্ষক সম্মাননা ।।
আগামী ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, সেই উপলক্ষে একটি সাপ্তাহিক ইভেন্ট আয়োজন করা হয়েছে।
ইভেন্ট এর সময়সীমা আগামী ৩১ অগাস্ট থেকে ৩ই সেপ্টেম্বর অবধি।
এটি মূলত লেখালেখি , নাচ, গান , আঁকা, ছাত্র শিক্ষকের কথোপকথন,অনুগল্পের রচনা উপর।
মূল ভাবনা:- আমাদের স্কুল জীবনে এমন কয়েকজন শিক্ষক থাকেন, যারা আমাদের মনের মণিকোঠায় আলাদা স্থান করে রেখেছেন আজ্ও। সেই প্রিয় শিক্ষক’কে উৎসর্গ করে, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে কিছু কার্যক্রম।

১. অনুগল্প রচনা
> কমপক্ষে ৮০-১০০ শব্দের মধ্যে
> প্রিয় শিক্ষককে নিয়ে কোন ঘটনা বা অভিজ্ঞতা।
>#শাব্দিক_শিক্ষক_সম্মাননা#অনুগল্প #লেখকের নাম থাকতে হবে।
>লেখার শিরোনাম থাকতে হবে।


২. চিত্র অঙ্কন
> প্রিয় শিক্ষকের portrait drawing
>যেকোনো কিছু দিয়ে আঁকা যাবে (পেনসিল sketch, জলরঙ, মোম রঙ ইত্যাদি)।
∆ শিক্ষক এর পোট্রেট এর সাথে শিক্ষকের ডিজিটাল ইমেজ ও দিতে হবে।
>#শাব্দিক_শিক্ষক_সম্মাননা#চিত্রঅঙ্কন#চিএকারের নাম।


৩. নৃত্য পরিবেশন
>নিজের প্রিয় শিক্ষককে নিবেদন করে
>শিক্ষকের উদ্দেশে বাংলা গানে নৃত্য পরিবেশন করতে হবে।
> # শাব্দিক_শিক্ষক_সম্মাননা, #নৃত্য#নৃত্যশিল্পীর নাম

৪.সঙ্গীত পরিবেশন
>শিক্ষকের উদ্দেশে গান
>নিজের প্রিয় শিক্ষককে নিবেদন করে
>#শাব্দিক_শিক্ষক_সম্মাননা#সঙ্গীত#গায়ক/গায়িকার নাম

৫.আবৃত্তি বা কবিতা পাঠ
>নিজের প্রিয় শিক্ষককে নিবেদন করে
>৫ মিনিটের মধ্যে।
#শাব্দিক_শিক্ষক_সম্মাননা#আবৃত্তি বা কবিতা পাঠ #পাঠক/পাঠিকার নাম।
>রচয়িতার নাম এবং কবিতার নাম থাকতে হবে, যদি স্বরচিত হয় তাহলে কবিতার নাম থাকলেই হবে।

৬. ছাএ শিক্ষকের কথোপকথন
>সর্বাধিক ১০ টি সংলাপ থাকবে।
>#শাব্দিক_শিক্ষক_সম্মাননা#কথোপকথন #নাম

উপরিউক্ত বিষয় গুলো ছাড়া এই টপিকে যদি কেউ চান বড় গল্প, প্রবন্ধ ইত্যাদি দিতে পারেন, সেটা হয়ত এই প্রতিযোগিতায় গণ্য হবে না, কিন্তু আমাদের সম্পাদক মন্ডলীর মনোনীত হলে সেটি সরাসরি শাব্দিক এর মূল ওয়েবসাইটে স্থান পাবে ও সেই লেখক/লেখিকা কে বিশেষ ভাবে শংসায়িত করা হবে ।

প্রতিযোগিতায় অংশগ্রহণ ও পোস্ট করতে নিচের লিঙ্কে ক্লিক করে join করুন-
https://www.facebook.com/groups/408593573270108/?ref=share

যারা পোস্ট করবেন তারা দয়া করে যথাযথ #হ্যাশট্যাগ ব্যবহার করবেন।।
ধন্যবাদান্তে- শাব্দিক অ্যাডমিন ও মডারেটর টিম্

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

রেটিং ও কমেন্টস জন্য

নতুন প্রকাশিত

হোম
শ্রেণী
লিখুন
প্রোফাইল