হেমন্তের সোনা ঝরা রোদ
তখন মাঠে ঘাটে,
আকাশের কোলে
মেঘেদের পারাপার চলছে।
মনে তখন আনকোরা বৃষ্টি;
মন ভিজছে,চিন্তা ভিজছে-
বাধা গতে চোখ ভিজছে,
ফুরিয়ে আসছে সময়;
ফোনের আলো নিভু নিভু।
কবিতার গন্ধ-
আশকারা দিয়েই যাচ্ছে।
মনের কালশিটে ফিকে হচ্ছে,
গানের সুরে তখন
বাতাসে বসন্ত ভেসে গেছে।