হাজার পাখি উড়ে যায়
তপ্ত মাটির বুক থেকে,
হাজার স্বপ্ন ছিঁড়ে যায়
এক বাক্স দুঃখ রেখে।
তুমি কথা বোলোনা ঐ ছায়ার দিকে চেয়ে
তোমাকে ভুলতে পারিনি আমিই সেই মেয়ে।
হাজার বাতি নিভে যায়
আঁধার আসে নেমে,
হাজার আশা ভুলে গিয়ে
জীবন যায় যে থেমে।
তুমি কথা বোলোনা ঐ বোবা আলোর সাথে
তোমাকে খুঁজবো না গো হারিয়ে যাওয়া রাতে।
হাজার তারা মুছে যায়
দিনের আলোর মাঝে,
হাজার লোকের গানের সুরেও
তোমার সুর যে বাজে।
তুমি কথা বোলোনা ঐ অমন চোখে দেখে
চাইনা ওগো ভুলতে সবই তোমার ছবি এঁকে।
চিত্র সৌজন্য : গুগল