স্মৃতির পাতায়

মহুয়া রায়
0 রেটিং
650 পাঠক
রেটিং দিন
[মোট : 0 , গড়ে : 0]

পাঠকদের পছন্দ

পূর্ণিমার আকাশে
শুভ্রতার পরসে,
একদিন দেখেছিলাম তোকে।
প্রেমে পড়েছিলাম সেদিন,
ভেসে গিয়েছিলাম শৈবাল সাগরের
সেই শীতল স্রোতে।

মনে পড়ে তোর,
বৃষ্টির মত ছুঁয়েছিলি
হাওয়ার তোড়ে,
আমার হৃদ-মাঝারের সবটা
লুটে নিয়েগেছিলি।
বৃষ্টি ভেজা, চাঁদের আলোয় ধোয়া
বারান্দার সেই চৌকাঠে
সপেছিলাম একে একে
মনটা আমার, আত্মা আমার
স্নিগ্ধ আলোয় ভিজে, সেদিন
কথা দিয়েছিলি,
আমার এ হাতটা কোনদিন ছাড়বি না।
জানি, এত বছর পর তোর আর
সেই স্মৃতি গুলোর কথা,
মনেও পড়ে না।

মহুয়া রায়

চিত্র সৌজন্য : গুগল

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

রেটিং ও কমেন্টস জন্য

নতুন প্রকাশিত

হোম
শ্রেণী
লিখুন
প্রোফাইল