সেই তুমি

প্রসেনজিৎ ঘোষ
4.8 রেটিং
1818 পাঠক
রেটিং দিন
[মোট : 4 , গড়ে : 4.8]

পাঠকদের পছন্দ

তোমার নেশায় মগ্ন আমি,

তোমাতে খুঁজি জগৎ জীবন।

রাখতে তোমায় আপন করে,

হেলায় হারাই আপন স্বজন।
তুমি বলো তবুও – নাগো না

এত সহজে তোমার হবোনা।

বাছতে হবে সে কঠিন শপথ

-মসৃণ নয় – বন্ধুর পথ।
যে পথে আজ ভিড় করে আসে

স্মৃতির মেঘ গুচ্ছ রাসী।

কি দিয়ে মাপলে বলো ?

বুঝবে কতটা ভালবাসি!
হয়ত বুঝবে তুমিও আমায় সেদিন

হারাবো যেদিন ভিড়ের মাঝে।

নিলয়ে তোমারও বাজবে ধ্বনি

সাজবে যেদিন বধূর সাজে।।।
          – —  প্রসেনজিৎ ঘোষ

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

রেটিং ও কমেন্টস জন্য

নতুন প্রকাশিত

হোম
শ্রেণী
লিখুন
প্রোফাইল