আর দেরি নয়। চটপট পাঠিয়ে দিন আপনাদের ভালোবাসায় মাখা সৃষ্টি গুলোকে। শাব্দিক দূত হয়ে ঠিক পৌঁছে দেবে এই দুই বাংলার সাহিত্য প্রেমীদের হৃদয়ে।
….. কথা দিলাম ( শাব্দিক পরিবার )
মা আসছে তার শান্তির জলে ধুইয়ে দিতে এই বসুন্ধরাকে।
তাই এবারের থিম –
” শান্তিরূপেন “
শাব্দিক শারদীয়া সংখ্যা ( ১৪২৭ )
লেখা পাঠানোর নিয়মাবলী –
👉🏻লেখার প্রথমেই # শাব্দিকশারদীয়াসংখ্যা_১৪২৭ উল্লেখ করে দিতে হবে। লেখার সঙ্গে এবং লেখক/লেখিকার সম্পূর্ণ নাম, ছবি, ঠিকানা, মোবাইল নম্বর ও লেখার সারাংশ (পাঠকদের লেখাটি কেন পড়তেই হবে এমন কিছু আকর্ষণীয় লাইন) পাঠাবেন।
👉🏻প্রত্যেক লেখক/লেখিকা তার লেখার বানান,ব্যাকরণের দিকে লক্ষ্য রাখবেন। আমাদের এবারের থিমের ওপর গুরুত্ব দিয়ে লেখা পাঠালে কৃতজ্ঞ থাকবো।
👉🏻 লেখাগুলো আগে বা পরে অন্য কোনো পত্রিকায় প্রকাশিত হলে চলবে না ।
👉🏻 লেখা পাঠাতে হবে – saabdikpotrika@gmail.com এই email id তে।
👉🏻 লেখা সরাসরি মেইল বডিতে টাইপ করেই পাঠাতে হবে। pdf বা image আকারে নেওয়া হবে না ।
👉🏻 সেরার সেরা নির্বাচিত কবি ও লেখক বন্ধুদের শাব্দিক ই পত্রিকার তরফ থেকে একটি সার্টিফিকেট প্রদান করা হবে ।
👉🏻 সেরার সেরা নির্বাচিত লেখাগুলোকে নিয়ে মহালয়ার দিন শারদীয়া সংখ্যার pdf ভার্শন বার হবে । ষষ্ঠীর দিন বাকি নির্বাচিত লেখা গুলি শাব্দিকের ওয়েবসাইটে প্রকাশিত হবে।
👉🏻 কেউ বড় প্রবন্ধ বা উপন্যাস দিতে চাইলে গ্রহণ করা হবে ।
লেখা পাঠানোর শেষ দিন – ১২ ই সেপ্টেম্বর 2020 ।
আমাদের সাথে যুক্ত হতে বা কোনো প্রশ্ন থাকলে *whatsapp গ্রুপে join করুন* -
https://chat.whatsapp.com/7SNBsdkEgyDAFkLxvWFBd0
পত্রিকায় বিভিন্ন লেখা প্রকাশের খবর পেতে ফেসবুক পেজ like করুন –
https://www.facebook.com/saabdik/
আমাদের পত্রিকার পূর্বের প্রকাশিত সব লেখা পড়তে পত্রিকার ওয়েবসাইটে visit করুন –
https://www.saabdik.com
(ক্লিক করুন)