ধূম তানা নানা,ধূম তানা নানা,
তাক ধুমা ধুম, তাই রে নানা।।
পূজোর মরসুম মেললো ডানা,
বাজছে ঢাক বাজছে গানা–
আয় ছুটে সব ছানা পোনা,
হচ্ছে দেখ্ কতো খানা পিনা।।
কাশ বিছায় নরম শুভ্র বিছানা,
সুবাস ছড়ায় শিউলি,সপ্তপর্না(ছাতিম)।।
নাইকো চিন্তা, নাইকো ভাবনা–
ভুলে সকল বিষাদ এবং কান্না।।
জীবন নদে এখন আনন্দ বন্যা।।
গণা, বিশ্ব বাবু প্রথম দেয় হানা,
উমা, লক্ষ্মী, শ্যামা এরপরে জানা,
জগদ্ধাত্রী, কার্তিক হয়ে ইতি টানা।।
========●●●●●●●●========
।।কনিকা দত্ত।।
চিত্র সৌজন্য : গুগল