আবহমান পুজোর স্রোত
গড়ে তোলা আর গড়ে ওঠার কঙ্কালসার লড়াই
বাঁশ ,কঞ্চি, পেরেক , রাঙতা ,সোলা —
সব যেন মুখে হাত দিয়ে হাসি চাপছে
বলছে – ” দেখ দেখ, কি ভেক সেজেছে মানুষগুলো “
ফুচকা , ঘুগনি, আলুকাবলির মধ্যে মিশিয়ে দিচ্ছে
. . . . ঝাল ঝাল আক্ষেপ , আবেগ
সবাই ওরা সং সেজেছে l
নতুন , চলতি গানের সুরে মিশছে ‘চুপকথা’ র
. . . . . . . . . . . সা – রে – গা- মা – পা
সাজেনি কেবল সম্পর্কগুলির ব্যর্থতা
তারা রং পাবে কোথা থেকে?
সাজেনি কেবল অনুভূতির গভীরতা
তাদের পোশাক পরাবে কে ?
সাজেনি গলিতে গলিতে হতাশার নীরবতা
নতুন বুলির অভিধান দেবে কে?
হাসছে মুখঢেকে ঝাড়বাতির বিজ্ঞাপনগুলো ,
সার সার আলোর সিপাহীরা
প্যান্ডেলে অস্ত্রহাতে থিমের প্রতিমার দিকে চেয়ে–
“চারদিন পর বোবা তোমার অস্ত্র আর বাহার
এখনো সময় আছে – চারদিন
ছুটে যাও , খুঁজে নাও অকৃত্রিম আশ্রয়
. . . . . . . . . . রাংতা হীন সম্পর্ক
. . . . . . . . আর অস্ত্রহীন আবাহন ll
চিত্র সৌজন্য : গুগল,funny.pho.to