পিছুটান

সুদেষ্ণা চক্রবর্তী
5 রেটিং
1392 পাঠক
রেটিং দিন
[মোট : 1 , গড়ে : 5]

পাঠকদের পছন্দ

দৃশ্য ১:

-এ্যই শোন্.. কীরে .. ওই..

-উফ, আবার কি!

-শোন না, একপিছুটানটা ছবি নেবো তোর?

-আমার?

-হ্যাঁ, তোর।

-কেন নেই নাকি কোনো ছবি?

-সে তো অনেকই আছে, তবুও প্রতিটা ছবিতেই তোকে নতুন করে ভালোলাগে.. তাই !

-আচ্ছা জলদি কর, আমার তাড়া আছে। আর শোন্, পিছন থেকে ডাকবি না, ডাকতে নেই।

দৃশ্য ২:

-অর্ক.. ওই.. কীরে, চলে যাচ্ছিস?

-হুম, কোনো দরকার আছে?

-না মানে.. তোর কাছে পর্ণার কোনো ভালো ছবি আছে? আসলে আগামীকাল ওর চলে যাওয়ার একবছর পূর্ণ হবে। তাই ভাবছিলাম আমরা কাছের কজন মিলে যদি একটা… 

-দিয়ে দেবো… আর শোন্…

-কিছু বলবি?

-নাহ্ কিছু না..।

চিত্র সৌজন্য : গুগল

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

রেটিং ও কমেন্টস জন্য

নতুন প্রকাশিত

হোম
শ্রেণী
লিখুন
প্রোফাইল