মার্কিনমুলুকে বসবাসকারী কয়েক হাজার প্রবাসী বাঙালির মতোই লেখিকাও একজন .. যাদবপুর ইউনিভার্সিটি থেকে স্নাতকাত্তর। সারাদিনের ব্যস্ততা সংসার সামলানোতে। তারই মাঝে নিজের জন্য যতটুকু সময় পান, নিজের মতো করেই একটু আধটু লেখালিখি করেন। এটা তেমনই একটা প্রয়াস। লেখার পাশাপাশি লেখিকা ক্লাসিকাল নাচ শেখান এবং শেখেন। যে কোনো গঠনমুলক কাজের সাথে নিজেকে ব্যস্ত রাখতে ভালোবাসেন।