“নিশিকে লেখা কবিতাগুচ্ছ” থেকে

হরিপদ সরকার
0 রেটিং
1001 পাঠক
রেটিং দিন
[মোট : 0 , গড়ে : 0]

পাঠকদের পছন্দ

তোমার সমগ্র শরীর থেকে

আমাকে মাত্র একটি মুহূর্ত তুমি

দিয়ে যাও, তোমার সমুদ্র থেকে এক কর জল।

আমার আঁতুর হাত ছুঁয়ে থাক

তোমার অব্যাক্ত আকুতি।

তোমার চুলের থেকে দিয়ে যাও এক বিন্দু ঘাম;

আমার ওষ্ঠ শুষে নিক সমুদ্রের স্বাদ। নিশি, জানুক জোনাকিরা –

আমার চেতনার অন্ধকারে তুমি অবাধ।

বন্দরের সমস্ত শরীর ছুঁয়ে

অন্ধকার নেমে এলে,

পোয়াতি ধানের মতো ভরা পেট নিয়ে

ঠোঁটের সাথে ঠোঁট রেখে নোঙর করে নৌকো।

নিশি, সবকিছু পাই আমি নিবিড় বন্ধনে

শুধু তোমাকে ছাড়া। তাই

দূর থেকে তারা দেখা ঢের ভালো।

সেখানে ক্লান্তি নেই।

ক্লান্তি, সে তো মৃত্যু!

চিত্র সৌজন্য : গুগল

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

রেটিং ও কমেন্টস জন্য

নতুন প্রকাশিত

হোম
শ্রেণী
লিখুন
প্রোফাইল