আমি আজও বসে আছি
বিজন বালুচরে।
সেথায় আমার একলা নিবাস
শুকনো পাতার ঘরে।।
আলগা পাতায় লাগিয়ে দোলা
বাতাস শোনায় গান।
ফেলে আসা স্মৃতিগুলো
আবার যে দেয় টান।।
সেই টানেতেই মন ছুটে যায়
দূরের অতীত পানে।
কিসের এত মায়া যে তার,
সেই অতীতই জানে।।
ছিঁড়ে গিয়েও ছিঁড়ল না সেই
বাঁধনহারা সুতো।
মন শুধু তাই খুঁজে বেড়ায়
হারিয়ে যাওয়ার ছুতো।।
খুঁজে ফিরি হারিয়ে যাওয়া
সেই যে ছোট্ট নাম,
লিখেছিলাম বালিতে তাই
পেলাম না তার দাম।।
মুছল সে নাম নোনা জলে
কিছুই তো নেই বাকি।
ঢেউ গুলো সব ধরা দিয়েও
শুধুই যে দেয় ফাঁকি।।
সবকিছু নেয় ধুয়ে মুছে
রাখেনা কিছু ফেলে।
ছুটে যাব জানলে আবার
কোথায় সে ধন মেলে।।
হয়তো সে কোন দূর কিনারে
ঢেউয়ের স্রোতে ভেসে,
ফুটেছে কোনো ঝিনুক মাঝে
মুক্তো হয়ে শেষে।।
আজকে যে তাই সে নাম আমি
পাইনি তো আর খুঁজে।
অন্য কারো গলায় হয়তো
রয়েছে হার সেজে।