সরস্বতী কাল স্কুলে যাবে ভোরবেলা;
সারাদিন বসে ধুয়ে যায় এঁটো প্লেট…
বাবুর বাড়িতে মাইনে পেয়েই আজই
নিজের ও মেয়ের কিনে এনেছে সে স্লেট!
পিস্তলটা ফেলে দিলো কার্তিক
গঙ্গার ঘাটে উঠে এলো স্নান সেরে!
ভাবছে এবার ভ্যানই চালিয়ে নেবে
রাজনৈতিক গুন্ডা তকমা ছেড়ে…
লক্ষ্মী গুনছে মানিঅর্ডারের টাকা…
ঘুপচি ঘরেই আলোর বেণুর সুর!
কাল সকালেই দৌড়বে পোস্টঅফিস,
সোনাগাছি থেকে গ্রামের বাড়িটা দূর…
গণেশের বউ ভাত বেড়ে দিলো পাতে
ছেলেমেয়েগুলো আজ খেলো ভরপেট।
লাড্ডু কিনেই বাড়ি ফিরেছিলো গণেশ
কালই যে খুলেছে বন্ধ মিলের গেট…!
অন্নপূর্ণা ধান কেটে বাড়ি ফিরে
আবার তুলেছে সংসার টানা ঘানি…
এবারও আমার শ্যামলা বঙ্গদেশে
‘বিজয়া’ এভাবে ‘শুভ’ই হবে; জানি…
©শঙ্খচিল
চিত্র সৌজন্য : গুগল