মেঘ তুই বড্ড বাজে-
কথা বলিস না যে!
জানিস না তুই কথা না বললে
আমার ভালো লাগে না মোটে।
এই তো সেদিন দিব্যি ছিলিস,
কী হল আজ হঠাৎ!
কুয়াশা মাখা চাদর জড়িয়ে
কোথায় গেলি আজ?
হোয়াটসঅ্যাপে দ্যাখ মেসেজ করেছি,
রিপ্লাই নেই তোর
একা একা বসে তাই-
আনমনা মন মোর।
জানিস, সেদিন দেখা হল রোদ্দুরের সাথে,
আমায় দেখে বলল হেসে-
“কী রে মেঘ নেই যে সাথে!”
লজ্জা আমার ভীষণ হল,কী যে করি ছাই!
চল্ না, তুই আর আমি কোথাও একটু পালাই!
একটু না হয় করব খেলা,তোর পিঠেতে চড়ে,
দু’ফোঁটা না হয় জলের ছিটে, পড়বে ধুলোর পাহাড়ে।
নীল দাদা রোজ রঙ ছড়িয়ে ভাসাচ্ছে তোর ভেলা,
আর আমায় তুই ফেলে রেখে করছিস অবহেলা!
ধুর, ভালো লাগে না, কথা বলব না যা-
কতক্ষন ধরে বসে আছি, মেসেজটা সীন ও হচ্ছে না।
আয় না মেঘ,বল না মেঘ,
কী হয়েছে তোর?
আমি তো আছি, চিন্তা কীসের!
আমি যে শুধুই তোর…….।।