বন্যা_সংক্রান্ত

অর্পণ (শঙ্খচিল) ভট্টাচার্য্য
5 রেটিং
1145 পাঠক
রেটিং দিন
[মোট : 1 , গড়ে : 5]

পাঠকদের পছন্দ

হয়তো খুব সাবধানী হয়ে ছিটকিনি তুলে দিয়েছো নরম তুলতুলে মনের ঘরে। রোদ ঝড় জল কাদা যাতে এলোপাথাড়ি খেলা শুরু করতে না পারে, সেজন্য আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছো প্রবৃত্তির সব দস্যিপনাকে।

কিন্তু প্রত্যেক নিয়মবাড়ির চোরাকুঠুরিতে পেন্সিল স্কেচে ব্যতিক্রমী দরজা আঁকা থাকে।কোনো এক দামাল দুপুর ঠিক তাতে রঙ ভরে জীবন দিয়ে যায়, দরজা খুলে যায়।

হুড়োমুড়িয়ে ঠিক ঢুকে পড়ে বেনোজল, প্রেমের কবিতা হয়ে।অসময়ের অনুভূতি বেয়ে চুঁইয়ে পড়ে নোনাজলের উষ্ণ ধারা। নরম তুলতুলে মনের ঘরের সব বাধানিষেধ বিকল হয়ে যায়, ছিটকিনি তখন অকেজো।

ভাসতে ভাসতে নরম মন ঢেউ গুনতে ভুলে যায়। জলের তোড় কম হতে থাকে ধীরে ধীরে,নুড়িপাথরের অনধিকার প্রবেশ ঠিক ক্ষয় লিখে যায় তুলতুলে বুকের গহ্বরে।

জেনো শেষ অবধি এতটা সাবধানী কেউ হতে পারেনি কক্ষণো,তাই তুমিও পারবেনা।বন্যা সামনে এসে দাঁড়ালে বোধহয় সবাই খুব নিরুপায় হয়ে পড়ে।

অন্তত একটা বন্যা আসলে প্রত্যেকের নিয়তি।

©শঙ্খচিল

চিত্র সৌজন্য : গুগল

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

রেটিং ও কমেন্টস জন্য

নতুন প্রকাশিত

হোম
শ্রেণী
লিখুন
প্রোফাইল