জঙ্গল_ডায়েরিজ (২)

অশোক ভট্টাচার্য
0 রেটিং
1254 পাঠক
রেটিং দিন
[মোট : 0 , গড়ে : 0]

পাঠকদের পছন্দ

বিগত পর্বের লিংক :
https://www.saabdik.com/jungle-diaries-1/

জঙ্গলের একটা নিজের ভাষা আছে, সে ভাষায় কথা বলে সে,কাঁদে-হাসে। সে বর্ণমালা শকুন্তলার আশ্রমের সময়কার  মানুষেরা বুঝত, আমরা নই। শকুন্তলাকে বিদায়ের মুহূর্তে কণ্ব আশ্রমের বৃক্ষরাজিকে বলছেন…”তোমাদের জল না করি দানযে জন জল না করিত পানসাধ ছিলো যার সাজিতে কভুতোমাদের ফুল ছিঁড়িত না কভুসে বালিকা আজ পতিগৃহে যায়তোমরা সকলে দেহ বিদায়… “
সেই বুঝতে পারাটা  যতদিন গ্যাছে;কমতে কমতে আজ ফসিল। সত্যজিতের অরণ্যের দিনরাত্রির সেই স্পট, সেখানেও কিছু পরিবর্তনের ছোঁয়া। কেঁচকির ছবি বদলায়নি বিশেষ।  তবে থাবা বসানো ডোমিনেট করার ‘সভ্য মন’ তা নিয়ে আমরাও সেদিনের চার মূর্তির মতো আজও। ‘সেই ট্রাডিশন সমানে চলেছে’। 
ছোটেবেলায় গভীর রাতে গাছের কান্না শুনেছি বহুবার। বিজ্ঞান বলে ওটা নাকি নারকেল পাতার ঘষটানি। আমার মনে হতো কান্না। আজও কেঁচকি তে দাঁড়িয়ে স্পষ্ট শুনলুম সেই কান্না। 
না। বেশি দিন থাকব না। এখানে চিরকাল থাকার কোনো বাসনাই নেই। এ তোমার নিজের সাম্রাজ্য। আমরা অনুপ্রবেশকারী সভ্যতা এখানে। ডুয়ার্সে একবার এক ড্রাইভার বলেছিলো একটা কথা। 
“ইয়ে ইনসান বহুত আজিব চিজ। সবকে পিছে ইস দুনিয়ামে আয়ে। অউর আকেহি শোচনে লাগা কি ইসকো মারো,উসকো কাটো…সির্ফ ম্যাঁয় হি রহুঙ্গা, সির্ফ মেরেকোহি রহনা হ্যাঁয়।”
সভ্যতার ডিজিটাল বাণী…আমিই থাকব, আমিই বাঁচব..আর কেউ নয়। 
ক্ষমা করো, হে বৃদ্ধ প্রপিতামহ  অরণ্যরাজি। আনত মস্তকে প্রবেশ করছি তোমার সাম্রাজ্যে।তুমি নিজের মতো থাকো।

 #অশোক_ভট্টাচার্য_রাজা/১৫.১০.২০১৯ রাত ৮ টা

(ক্রমশঃ)
চিত্র সৌজন্য : গুগল

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

রেটিং ও কমেন্টস জন্য

  • জঙ্গল_ডায়েরিজ(৪) - শাব্দিক December 8, 2019 at 10:46 pm

    […] বিগত পর্বের লিংক : 2. https://www.saabdik.com/jungle-diaries-2/ […]

  • নতুন প্রকাশিত

    হোম
    শ্রেণী
    লিখুন
    প্রোফাইল