জীবনানন্দ

মামুন মোল্লা
0 রেটিং
1080 পাঠক
রেটিং দিন
[মোট : 0 , গড়ে : 0]

পাঠকদের পছন্দ

প্রথম বর্ষা,বৃষ্টি মাখা মাটির বুকে,
লাঙলের ফলা গেছে নক্সা এঁকে।
সবুজ বীজাঙ্কুরে ছেয়ে গেছে মাঠ,
বীজচোর পাখিরাও পেতেছে হাট।
শিশুর চুলের মত খেয়ালী মেঘ,
ফড়িং নৃত্যে,গানেতে ব্যাকুল ভেক।
মাঠের নিঃশ্বাসে মাটির ঘ্রাণ ভাসে,
বাতাস মাখে সে সুগন্ধ অঙ্গবাসে
নাকে এসে লাগে আমার পরিচয়,
এ গন্ধ,প্রানের সুগন্ধ বাতাসমায়।
ঐ যে সবুজ! –উৎসে সকল প্রান,
ওরই মধ্যে লুকিয়ে,–বাঁচার গান।
বর্ষা নামলে তাই আলপথ ডাকে,
কলাপাতা-কচি মাঠ চেয়ে থাকে।
চেয়ে থাকে কাছে-দূরে কত গাছ!
কচি সবুজবুকে দেখি বৃষ্টির নাচ।

ছবি সৌজন্য: গুগল

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

রেটিং ও কমেন্টস জন্য

নতুন প্রকাশিত

হোম
শ্রেণী
লিখুন
প্রোফাইল