তোমরা যাকে কাব্য বলো
সে কবিতা আমার না।
বৃষ্টিভেজা প্রেমের রসদ
আমার লেখায় আসেনা।
আমিযে দেখেছি ক্লান্ত কৃষক
হাহাকার করে মরে,
ফসল ফলায় পায়না খেতে আত্মহত্যা করে।।
আমিতো দেখেছি নর্দমা থেকে
ভাত খুঁটে খায় উলঙ্গ শিশু,
আমিযে দেখেছি ভিখারি মায়ের
কোলে শুয়ে কলকাতার যীশু।।
আমিতো দেখেছি ধর্ষক যত
দেহ খায় ছিঁড়েখুঁড়ে,
লালসা মিটলে শরীরগুলো
ফেলে যে আস্তাকুঁড়ে।।
আমিযে দেখেছি গণিকার হাসি,
অন্ধগলির কোণে
একপেট খিদে ,দুই মুঠো ভাত
শুধু খদ্দের গোনে।।
তাই,
আমার লেখায় দুঃখ কেবল
ভাঁজে ভাঁজে কান্না,
তোমরা যাকে কাব্য বলো
সে কবিতা আমার না।।
চিত্র সৌজন্য : গুগল