স্বাধীনতা মানে মুক্তি
পরাধীনতার লৌহ শৃঙ্খল ভেঙে চূর্ণ,
স্বাধীনতা গর্ব মোদের
স্বাধীন ভারত নবীন প্রভাত রবির আলোয় পূর্ণ।
বন্দীত্বের শৃঙ্খলা ভাঙা
রক্তরাঙা সংগ্রামের কাহিন অমর আজও ইতিহাসের পাতায়,
বিপ্লবীদের আত্মত্যাগের কাহিনীতে
ভারতবাসীর এক হয়ে লড়াইয়ের বার্তা পাওয়া যায়।
বঙ্গ ভঙ্গ রোধ থেকে শুরু করে
প্রতিটি বিপ্লব দেখিয়েছে হিন্দু মুসলিমের একতা,
সর্ব ধর্ম সমন্বয়ে মিলন মহান
সকলের সমান অধিকার ভারত মায়ের মহানুভবতা।
শহীদ বিপ্লবীদের প্রাণ উৎসর্গে
স্বাধীন ভারতবাসীর জীবন আজও হয় ধন্য,
স্বাধীনতার অধিকার রক্ষায়
ভারতীয় সংবিধান রচিত প্রতিটি মানুষের জন্য।