আমার চোখে স্বাধীনতা মানে অসহায় শিশুর তৃপ্তি সহকারে পেটভরা অন্নের সংস্থান,
আর ভরসার উপযুক্ত স্থায়ী বাসস্থান।
স্বাধীনতা মানে ধর্মের বিভেদের পরিসমাপ্তি।
স্বাধীনতা মানে যুদ্ধ নয় শান্তির বাতাবরণ।
হিংস্রতা ভুলে বিশ্বাসযোগ্য ভ্রাতৃত্বের বন্ধন।
সকলের মনজুড়ে রবে ত্যাগের আচ্ছাদন।
মানুষের নিজস্ব ইচ্ছা ও স্বপ্নগুলি হবে পূরণ।
মুখোশধারী দুর্বৃত্তের মিটে যাবে আগ্রাসন।
হবেনা সম্মান প্রদর্শনের জন্য বলিদান।
তুচ্ছ হীনমন্যতা সংকীর্ণতার বাণী হবে ম্রিয়মাণ।
স্বাধীনতার সঠিক সংজ্ঞা হবে সেদিন উন্মোচন।
মনুষ্য জাতির মানবিকতা হবে দৃশ্যমান।
❤️✌️
💜
ভালো ❤️
দারুন দি কোনো কথা হবে না💕💕💕💕💕💕💕
দারুন