স্বাধীনতা

দীপঙ্কর মণ্ডল
0 রেটিং
763 পাঠক
রেটিং দিন
[মোট : 0 , গড়ে : 0]

পাঠকদের পছন্দ

স্বাধীনতা মানে মুক্ত আকাশে ডানা মেলে পাখি,
ভেঙে খাঁচা।
স্বাধীনতা মানে সকল বাধা ফেলে,
নিজেই নিজের শর্তে বাঁচা।

স্বাধীনতা মুক্তকণ্ঠে নিজেকে ঘোষণা,
যেমন ঝরনার কলতান ।
স্বাধীনতা আমার আমি’কে বাঁচিয়ে রাখা ,
জাগিয়ে রাখা প্রাণ।

তাইতো মনে প্রশ্ন জাগে-
সত্যিই কি স্বাধীনতা পেয়েছি আমরা?
নাকি, অন্যের মত; মেনে নিতে নিতে-
নিজের স্বাধীনতা নিজেই খুন করা?

আসলে কেউ দেবে, আমরা পাব, স্বাধীনতা এমনটা নয়।
বিষাক্ত শাসনের ছোবলে, দুর্দান্ত থাবা বসিয়ে-
স্বাধীনতা কেড়ে নিতে হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

রেটিং ও কমেন্টস জন্য

নতুন প্রকাশিত

হোম
শ্রেণী
লিখুন
প্রোফাইল