(দুই বন্ধুর কথোপকথন।। কল্পনায় ভেবে লেখা।। করোনা প্রসঙ্গে।।)
১ম:
তুর্ মনহে কি এট্টুও ডর্ লাই?
ক্যান্ “করহোনা” কি তুর্ চাচাতো ভাই!!
২য়:
লাহ্ র্যে,ডরহে ডরহে ফ্যেলি শ্বাস,
ভাই তো লয়্, এ্যাহ্ য্যে ভাইররররাস্!!
১ম:
তব্বে ক্যান্ হইস্ তু অসতক্কো!
বেবাক্ দুনিহারে বিঁধ্হ্ছে করহোনাতঙ্ক।।
২য়:
জানি র্যা, জানি র্যা, স্যাও জানি,
বাড়বেক্ উহা, হইবেক্ যত্তো ছুঁয়াছানি।।
১ম:
শুধ্ধু কি এইহি টুক্বুন, আরহহো শুন্
মরহিবি লিজে আর মারহিবি আরহো জন্।।
২য়:
হ্ হ্। জানি তাওহ্। কত্ত রাজার দ্যাশ্,
করহোনা,নিশ্চুপ্পে ঢ্যুইক্কা,কইর্যা দিল্যো শ্যাস্।।
১ম:
তব্বে,এত্তো অনহাচার করতাছস্ ক্যান্?
য্যান্, মরবার লাইগ্যা, কানতাসে তুর্ মন্।।
২য়:
লাহ্ রে,বিপ্পদের সম্ময়, ডর্যাইমু ক্যান্?
কত্ত ডাইক্টার, ন্যাতা বাজি রাইখতাছে জ্যেবন্।।
মানহুষের বিপ্পদে স্যেবা করহাই তহ্ পরম্ ধম্মো,
মুই স্যেবা কুরমী। স্যেবা করহাই য্যে মুর্ কম্মো।।
******************************************
।। ধন্যবাদ সকল ডাক্তার ও সেবাকর্মীদের। যারা নিজেদের জীবনের পরোয়া না করে মানুষের সেবা করে যাচ্ছেন। ধন্যবাদ মাননীয়া মুখ্যমন্ত্রী ।।(এদের সবার উদ্দেশ্যে আমার এই ছোট্ট শ্রদ্ধার্ঘ)
।। কনিকা দত্ত ।।
।। সবাই সাবধানে ও সুস্থ থাকো। “করোনা”র সকল নিয়মবিধি মেনে চলো। পৃথিবী “করোনা মুক্ত” হবে যত বেশি আমরা সচেতন হবো ।।