তোমার শহুরে জানলা তখন মন খারাপি আলাপ বোনে,
বইয়ের মতো তোমার অনুভূতি স্তূপাকার সেই ঘরের কোণে।
খাতার পাতায় আজ আর প্রেমের মলাট পড়ে না
,শব্দেরা আজ ঠোঁট কাটা ,
অযাচিত বারণ মানে না।
আচ্ছা , ইনসমনিয়া কি অনাস্থার ওষুধ বিসুদ গেলায়?
বিপদের মুখে শব্দ গুলোই তাড়িয়ে নিয়ে বেড়ায়।