একজন কবি ছিলো
কোন এক অশান্ত দিন দুপুর…
মল্লিকা বন তার
মল্লিকা ছিলো তার
ছিলাটান সাঁওতাল রমণীর মতো
কবির টানটান গদ্যের বাঁধন
কবিতাকে এক ঘাট থেকে অন্য ঘাটে বেঁধে নিয়ে চলত।
তারপর..
ডাকাত পড়লো রাত দুপুরে
অকাল বাজ পড়ে
নিবে গ্যালো মল্লিকা বন..
কবি তখন আনজন।
গলি থেকে রাজপথে…
খাঁ খাঁ করা জৈষ্ঠ্যের দুপুরে
ছেলেধরা নিলে তাকে ধরে।
পথের কবি আজ রাজসভায়
দিনমণি অস্তাচলে যায়…
খন্ডহরের অলিন্দে
সভাকবি চামড় দোলায়।
কবি এখন সুবোধ বালক
মাথায় তার ভূষণ- পালক;
তবু
চৈত্রের মন ক্যামন করা বিকালে
হাওয়াগুলো যখন শুকনো পাতাকে ঠ্যালে
তখন মনে পড়ে
একজন কবি ছিলো
একদিন কবি ছিলে…
© অশোক ভট্টাচার্য ( রাজা)