দূর্গা পূজা

পদ্মা বিশ্বাস
5 রেটিং
1187 পাঠক
রেটিং দিন
[মোট : 9 , গড়ে : 5]

পাঠকদের পছন্দ

গর্ভে যারা কন্যা সন্তান মারছে দিন রাত 

দূর্গা পুজোয় প্যান্ডেলেতে তাঁরাই দিচ্ছে সাথ।

নিজের হাতে দূর্গামার মূর্তি গড়ছে যারা 

সেই হাতেই স্ত্রীর গায়ে হাত তুলছে তারা ।

দূর্গামায়ের অসুর বধের কত গল্প শোনায় 

তারাই আবার ঘরের মেয়েকে বন্দি থাকতে শেখায় ।

দূর্গা মায়ের অসুর বধে কত খুশি হয়

তারাই আবার নারী বলে শত দুঃখ শয়।

বছর বছর পুজো আসে আবার চলে যায় 

মানুষ রূপী কত অসুর, তাই মাকে আবার আসতে হয় ।

✍✍✍✍পদ্মা


চিত্র সৌজন্য : গুগল



আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

রেটিং ও কমেন্টস জন্য

নতুন প্রকাশিত

হোম
শ্রেণী
লিখুন
প্রোফাইল