~~দেখা হলে~~

প্রসেনজিৎ ঘোষ
0 রেটিং
1301 পাঠক
রেটিং দিন
[মোট : 0 , গড়ে : 0]

পাঠকদের পছন্দ

যদি আবার কখনো দেখা হয় দুজনের
অফিস পাড়ার সেই ব্যস্ত বাসস্টপে!
হয়ত বা শতক দুয়েক পরে
অথবা তারও বেশী।
কোনো এক এপ্রিল এর সকালে,
অথবা গোধূলির পড়ন্ত বেলায়
নিয়ন আলোর আবেশে
যদি আবার মুখোমুখি হই
জানিনা চিনতে পারবে কিনা?
হয়তো ব্যস্ত থাকবে,
হয়তো বা আজকের মত সেদিনও 
স্রোতের টানে ভেসে যাবে,
চলে যাবে বহুদূর।
মুখোশধারী সমাজের চশমায়
সেদিন হয়তো একবার দেখেও
অচেনার ভনিতায় নিজেকে মুড়ে দেবে।
অথবা নিজেকে আড়াল করবে 
সুখী সংসারের সীমারেখায়।
বৈশাখী উষ্ণতায় হয়তো সদাপাকা
কালসিটে দাড়ি ব্যাগে- 
ভেজা জামার – দীর্ণতা আড়ালের প্রচেষ্টায়
হয়তো বা আমিও নিজেকে সুপ্ত করবো,
সস্তা সিগারেট আর বড়ো রাস্তার
ধোয়া ধুলোয়।
হয়তো সেদিনের ভানুমতির আলোও
ঝাপসা করে দেবে দৃষ্টিশক্তি।
হয়তো কোনো পুষ্করিনির তটে,
তখনও তোমার রঙিন করে দেওয়া
সাদাকাঠির শেষ সুখটান
স্মৃতির মত হাতরে যাবো।
সময় শেষে তুমি চলে যাবে 
সময়ের টানে আমিও ফিরবো।
স্মৃতিমালার রাশিগুলো –
শুধু আন্দোলিত হবে – 
আবার বিলীন হবে আপন আপনি।।।

                      ~~~  প্রসেনজিৎ ঘোষ~~~

চিত্র সৌজন্য : গুগল

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

রেটিং ও কমেন্টস জন্য

নতুন প্রকাশিত

হোম
শ্রেণী
লিখুন
প্রোফাইল