সহযোদ্ধা

সোমা সরকার
0 রেটিং
707 পাঠক
রেটিং দিন
[মোট : 0 , গড়ে : 0]

পাঠকদের পছন্দ

তোর পাশে, একপাশে

জায়গা রাখিস আমার

ছেলেবেলার মতো;

অনেক হলো কাটাকুটি খেলা

এবার একটা গান ধর-

জীবনের গান, যুদ্ধের গান।

ঐ দেখ,লালবাতির গাড়ি

পেছনে আসছে শববাহকের দল

“বন্ধ করো ছোঁয়াছুয়ি খেলা”

চিৎকার করছে ওরা!

তোর পাশে, একপাশে

বসতে দিস আমায়

বড়বেলার মতো;

বন্ধ হলো সব পেয়েছির মেলা

এবার চোখ বন্ধ কর-

আগুন লেগেছে, বিষের আগুন।

ঐ দেখ,কতগুলো চেনা মুখ-

টিনা,সুজান,মোহিত, আব্বাস-

হাত ধরে আছে ওরা

হারিয়ে গিয়েছে ওদের মুখের হাসি

স্তব্ধ হয়েছে জীবনের গান।

ভয় পাস না বন্ধু, 

উথাল পাথাল হাওয়ার স্রোত

গায়ে মাখছি চড়া রোদ

নতুন আলো,নতুন গান 

নতুন নতুন ফুলের বাগান-

তোর পাশে, একপাশে

দাঁড়াতে দে আমায়

চিরজীবনের মতো।।


চিত্র সৌজন্য : গুগল


আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

রেটিং ও কমেন্টস জন্য

নতুন প্রকাশিত

হোম
শ্রেণী
লিখুন
প্রোফাইল