একাকী বসে চুপচাপ বারান্দায়,
অশক্ত,দূর্বল,ন্যুব্জ ও অসহায়–
চলৎ শক্তি হীন,জড়তা মদির,
বহু বছরের শীর্ণ,একটা শরীর।।
গ্ৰিলের ফাঁক খুঁজে পথ দেখা,
গাড়ি মানুষে চলা,আঁকা বাঁকা,
কখনো ভরপুর,কখনো ফাঁকা–
একটাই কাজ,শুধু চেয়ে থাকা।।
রুগ্ন হাতদুটি করেনা কোন কার্য,
বিধাতার অপ্রিয়,ধরাতে ও বর্জ্য!
সংসারে দায়,তাই কখনো স্টেশন,
বা বৃদ্ধাশ্রম,বা রাস্তাতে বিয়োজন!!
পঞ্চ-ইন্দ্রিয় মানেনা কারো শাসন,
করে নাতো ক্ষমা নিজ প্রিয়জন।
কথা বলাও মানা,শরীরও অনড়,
সদাই চুপচাপ রয়,জীবন্ত পাথর।।
জন্মাবধি নয় সে অশক্ত বা রুগ্ন,
সংসারের প্রয়োজনে কেবলি মগ্ন।
ছটফটে চনমনে,ভরপুর যৌবনে,
অবলম্বন একাই,বাবা-মা-সন্তানে।।
বৃদ্ধাশ্রম না হোক জরার গন্তব্য,
বার্ধক্য আসবেই,না শুনে মন্তব্য।
না জানি,বুমেরাং হয়ে এ বতর্মান,
“ওল্ড এজ হোম” এ জোটে স্থান!!
অভাগাদের তবুও জোটে “বৃদ্ধাশ্রম”,
ভাগ্যবানেরা নিজগৃহেই অবহেলিত–
সবস্থানেই ছড়িয়ে অবজ্ঞার যন্ত্রণা,
“গিলোটিন” থাকলে বুঝি ————-
———–এহেন—জ্বালামুক্তি দিত—-।।
========××××××××========
।। কনিকা দত্ত ।।
চিত্র সৌজন্য : গুগল