তেরেঙ্গায় মোড়া লাশ

সুরজিৎ চন্দ্ৰ
5 রেটিং
610 পাঠক
রেটিং দিন
[মোট : 1 , গড়ে : 5]

পাঠকদের পছন্দ

তেরেঙ্গায় মোড়া কফিন বন্দী কয়েকটা লাশ,
সারা দেশ অঝোরে কেঁদেছিলো সেদিন,
শহীদ রক্তে রাঙা হয়েছিল লাদাখের পবিত্র মাটি,
ভারতমায়ের বীর সেনাদের শৌর্যে চীনা সৈন্য ভারতে করতে পারেনি ঘাঁটি।

তবু তারপরেতেও রাজায় রাজায় মিটিং হয়,
তরুণ তরতাজা প্রানগুলোরই কেবল বলি যায়।
রাজা, তোমার আসন ছেড়ে,একটিবার শত্রু পক্ষের সামনে সীমান্তে দাঁড়াও এসে,
দেশের মাটিকে মাথায় ঠেকাও রাজনীতি ভুলে ভালোবেসে।।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

রেটিং ও কমেন্টস জন্য

নতুন প্রকাশিত

হোম
শ্রেণী
লিখুন
প্রোফাইল