ঘোষণা ছিল অঘোষিত বিদ্রোহ তুলে আনার,
সরল বাক্য জটিল করে ঝড় তুলবো আবার।
প্রশ্ন চিহ্ন রয়েছে যখন খাঁড়ার মতো হয়ে,
বজ্রাঘাত হানছে সমাজ মিচরির ছুরি দিয়ে,
তোমাদের নাকি ভুল হয় না, আড়াল নিয়ে বাঁচো,
জিজ্ঞেস করতে ঢোঁক গিলতে হয়- “অবনী বাড়ি আছো?”
ঘোষণা ছিল অঘোষিত বিদ্রোহ তুলে আনার,
সরল বাক্য জটিল করে ঝড় তুলবো আবার।
শাক আর মাছ দিয়ে ভালই ত্রুটি ঢাকা সবার,
ঘোষণা ছিল অঘোষিত বিদ্রোহ তুলে আনার।
ভাগ্যই যখন মীরজাফর হাহুতাশ কিসের আবার?
সরল বাক্য জটিল করে ওরাই ঝড় তুলবে আবার।