অভিযোগ

লিপিকা (শ্রীতমা) দেবনাথ
0 রেটিং
498 পাঠক
রেটিং দিন
[মোট : 0 , গড়ে : 0]

পাঠকদের পছন্দ

পূজো আমার মন পোড়ায়

        কেন পূজো আসে হায়!

  কষ্টের দিন রোজ ই যায়

         শুধু কয়েকটি দিন ভালো তাই?

  প‍্যান্ডেলে প‍্যান্ডেলে ঢাকের বাজনা

         প্রসাদ টুকু সারাদিন পাই,

  দোরে দোরে ঘোরা নেই

           মা, এসেছে বুঝেছে নিতাই,

   আলোর রোশনাই চোখ ঝলসায়

          রাত টুকু ও দিন মনে হয়,

    রাস্তা জুড়ে মানুষের ঢল

আমরা কোথায় থাকতে যাই?

      কয়েকটি দিন কষ্টৈই বটে

 প্রহর গুলো তো বসেই যায়,

আসা কেন মা, এমন করে?

        আমাদের যে কষ্টেই যায়,

বাঁশ,খুঁটি সব পড়ে যখন

          আমার মন পোড়ায় তো তখন,

পূজো আমার মন পোড়ায়

         কেন পূজো আসে হায়

🍁
🍁

             শ্রীতমা



চিত্র সৌজন্য : গুগল

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

রেটিং ও কমেন্টস জন্য

নতুন প্রকাশিত

হোম
শ্রেণী
লিখুন
প্রোফাইল