বৃষ্টি-বাদল লেগেই থাকে
বর্ষা কালটা একগুঁয়ে খুব,
একটুখানি ঝড়ার পর আর চাওনি তাকে,
তবুও সে এক পশলা হয়ে ভিজিয়েছিল এই তোমাকে।
মেঘ ভেসে যায় এক ঘর থেকে অন্য ঘরে
নকসি কাঁথার মাঠ পেরিয়ে,
আশমান-জমিন ভিজিয়ে দিয়ে,
লালকমল আর নীলকমলের ঘুম ভাঙিয়ে;
ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমীও গল্প একটা বলেই গেছে।
সেই গল্পের রাজারকুমার তেপান্তরের মাঠ পেরিয়ে,
আর ফেরেনি ঘোড়ায় চড়ে
টাপুর-টুপুর বৃষ্টিতে আজও বাণ আসে কোন গ্রামের নদে,
তাল মিলিয়ে একটানা ওই বেজেই চলে –
“আয়ে না বলম কা করু সজনী..”
একটানা ওই বেজেই চলে।
-শ্রমণা কর