অপেক্ষা হোক অন্তরের অন্তঃনীলে
পড়ে থাক এলোমেলো সব আয়োজন,
বেপরোয়া সময় অনিয়মে প্রেম এনেছে
তোমার কঠিন হৃদয়ের চোরা বালিতে,
যেখানে প্রেমিকের মন শুধুই নষ্ট নীড়
বিধাতা এঁকেছে স্পন্দন শব্দ হীন,
আমি আজ অব্যক্ত ছাঁওনিতে
নিয়ম করে ছন্দ গোছাতে…
জানি, আমার মতো প্রেমিকার খোঁজ
আর রাখ না,
সময়ের আগে ফুরিয়ে যেতে,
দিশেহারা হয় ক্লান্ত গোধূলি
রামধনু বুঝি শুধু ই অবসরে,
অপেক্ষা গুলো আপন হলো
শুধু ই আমার একলা আকাশে,
ভালোবাসা নাই বা হলো
একটু আধটু গল্প ই করো…
তবু ও তুমি আমার অপেক্ষায়
অপূর্ণ রবে নীরবতায়…
✍️শ্রীতমা
চিত্র সৌজন্য : গুগল