ঐশুনি তার চরণ ধ্বনি
আসছেন উমা ত্রিনয়নী…
অমানিশা যায় যে সরে
বাজলো বেণু আলোর ভোরে।
সাদা মেঘের ভেলায় চড়ে
আসছেন তিনি বাপের ঘরে।
পুত্র কন্যা নিয়ে সাথে
আসছেন মা শারদ প্রাতে,
বাউল বাতাস কাশের বনে,
সোনা রোদে নীলগগনে,
মৌমাছিরা দল বেঁধে আজ
শাপলা শালুক পদ্মবনে…
শিউলি টগর বনের পথে
রেখেছে মাতোর আসন
পেতে…
এসো মাগো দশভূজা
আলোতে দাও ভুবন ভরে…
দুঃখ বিষাদ দ্বন্দ ব্যথা
যাক্ না এবার দূরে সরে…
দুর্গতিনাশিনী তুমি
তুমি অভয়দাত্রী,
জগৎ কল্যাণী তুমি
তুমি জগদ্ধাত্রী।
দূর করো হীনতা আর
অহং অশিক্ষা,
মানবতার মূল মন্ত্রে
দাও মাগো দীক্ষা…
চিত্র সৌজন্য : গুগল