একবার ও কী ছুঁয়েছিলে আমায়?
বলো না, একবার ও অসতর্কে?
না না, আমায় মানে আমার
এই বাইরের খোলসটাকে কে নয় ।
নিত্য অভিনয় করে ঘুরে বেড়ানো,
এই চেনা বহরঙ্গ টা কে নয়।
আমার শারীরিক বৈশিষ্ট্যগুলো,
যা আমায় বাকিদের থেকে আলাদা করে
তাদের ও নয়।
বলি কি, ছুঁয়েছো কখনো, আমার একান্তই গোপন
অদৃশ্য, বহুরূপী মন টা কে?
কখনো, কোনো সময় যদি একবার ও ছুঁয়ে থাক,
চিনতে চাও, জানতে চাও ,
আমার এ মনের একান্ত ব্যক্তিগত পসরা,
এ জীবনের মতো তবে,
আমি বড়োই কৃতজ্ঞ, ঋণী হয়ে থাকবো।
অনেক খারাপের মাঝে, কঠিন লড়াইতে,
বেঁচে থাকার রসদ খুঁজবো,
চাইবো ভালো থাকতে, ভালো বাঁচতে,
ভালো থাকবো।