আরে ছেলেটা তো কাদঁছিল
একটুকরো রুটির জন্য …
আর তুমি ওকে কবিতার বই এনে দিলে !!
চলবে না বাবু ,
তোমার ও লেখা চলবে না ।
আচ্ছা এমন লেখা কি
তোমরা লিখতে পারো গো ?
পড়ালেখা করা বাবুরা ?
যাতে ওদের দুমুঠো অন্ন জুটবে —
শান্ত হবে খিদের জ্বালা।
এই সেদিনও তো এক বাবু এল ,
শ্যুট বুটওয়ালা চোখে চশমা পরা।
এই এত্তো এত্তো ছবি তুলে নিয়ে গেল।
এখানে নাকি কোন বড় প্রজেক্ট হবে ,
উচ্ছেদ হবে আমাদের ঘরগুলা।
নাও ! এবার শুধু নোটিশ আসার অপেক্ষা!
মাথার উপর খোলা আকাশ নিয়ে ,
ঘুরে ঘুরে নিজের ভাগ্যকে খুঁজে চলা।
তোমার কাছে একটু আলো হবে গো বাবু ??
পথটা যে বড় অন্ধকার !!
পরিবার সন্তান নিয়ে পথ চলতে গিয়ে,
হোঁচট খাচ্ছি সর্বদা।
একি বাবু তোমার চোখে জল !!
নাহ! এ কাজ তোমার দ্বারা হবে না।
তুমি বড় ভালোমানুষ গো ।
আমাদের পাশে হাঁটতে গেলে–
আরও ,আরও একটু স্বার্থপর হতে হয়।
টেনে হিচঁড়ে অন্যের থেকে
কেড়ে নিতে জানতে হয় ।
নাহলে তো তোমাকে পিষে মেরে ফেলবে –
ওই দানবের মতো বড় বড় অট্টালিকাগুলা।
তুমি কিনা আবার আমার কাছে এসেছিলে ,
তোমার কবিতার বই বেচতে !!
হ্যাঁ গো তোমার কাছে পাঁচটা টাকা হবে ??
এই বুকের জ্বালা মেটাতে…
একটা বিড়ির টান আজ বড় দরকার।
কি গো বাবুবুউউউউউউ
তুমি আমার থেকে
ওমন দৌড়ে পালাচ্ছ কেন ?
আমি ভূত নই গো…..
আমি ভূত নই গো…..
আমি জ্বলজ্যান্ত মানুষ বাবু !!