একুশ আমাকে প্রেরণা দিয়েছে মায়ের ভাষাতে বলতে,
মাথা উঁচু করে মিছিল স্লোগানে প্রতিবাদে পথ চলতে।
ঊনসত্তরে যত শোধ তোরে নিতে হবে আজও একাকী,
এ বীরের দেশে জনজাগরনে ভীতুদের দেব দেখা কি?
রক্তের দামে শহিদের নামে সোনার বাংলা গড়েছি,
দেখো সব বইয়ে গত নব্বইয়ে বাঁচার জন্য লড়েছি।
মুক্তিযুদ্ধ চেতনা দিয়েছে বাঙালির জাতিসত্তা,
ধর্মের মোহে ডুবব না ওহে গণতন্ত্রকে হত্যা-
করেছিল যারা লাশের পাহাড়, দেশটাতে বিধ্বংস
ওরাই তো জেনো ঘৃণ্য শকুনি রাজাকার আর কংস!
দুহাজার তেরো আবার ফাগুন প্রতিবাদী এই মার্চে
শহিদের স্মৃতি ভুলতে পারি না আজও কারা ঘুম কাড়ছে?
বিচারের বাণী গর্জে উঠুক শাহবাগে আছি আমরা,
যুদ্ধপরাধী কোথায় পালাবি গোটাবো পিঠের চামড়া।
এপার-ওপার দুপারের মাঝে বাঙালিরা আছি জিন্দা,
অপার বাংলা ভাষাতে জানাই শতাধিক, শত নিন্দা।