কঠিন সময়

সোমা ঘোষ
0 রেটিং
38952 পাঠক
রেটিং দিন
[মোট : 0 , গড়ে : 0]

পাঠকদের পছন্দ

কি একটা শব্দে হঠাৎ ঘুম ভেঙে যায় ,
কই, কোথাও কেউ নেই তো !
বাইরে  ঝমঝম বৃষ্টি  ঝরছে অঝোর ধারায়
ঘড়িতে এখন ঠিক রাত দুটো |

আধো ঘুম আধো জাগরণ
এ কিসের শব্দ রোজ ঘুম ভাঙ্গায়?
কোথাও কিছু ভাঙার আওয়াজ –
কি ভাঙছে ? বিশ্বাস ! নাকি মূল্যবোধ !  

কান পাতলেই কাদের যেন ফিসফিসানি  ,
দমবন্ধ গুমোট একটা আবহাওয়া |
কিসের এত ষড়যন্ত্র চারিদিকে ?
শুভবোধ কি তবে ঘুমিয়ে আছে !
চারিদিকে বড়ো বেশি বারুদের গন্ধ,
সাইরেনের শব্দে সবকিছু কাঁপিয়ে দিয়ে যায় |
আমার ভয় করছে বলে কঁকিয়ে ওঠে শিশু|
মা বলে , চুপ কর ! সভ্যতা আধুনিক হচ্ছে
                            এখন চুপ থাকতে হয় |

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

রেটিং ও কমেন্টস জন্য

নতুন প্রকাশিত

হোম
শ্রেণী
লিখুন
প্রোফাইল